সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সকালটা শুরু হলো দারুণ এক জয়ের খবর দিয়ে। এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টের তৃতীয় স্থান নির্ধারনী অর্থাৎ ব্রোঞ্জ পদকের লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে এবারের আসরের প্রথম পদক জিতল বাংলাদেশ।
সোমবার চীনের হ্যাংঝুর জিয়েজাং ইউনিভার্র্সিটি অব ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানকে একরকম হেসে খেলে উড়িয়ে দিয়েছে বাংলার মেয়েরা। পাকিস্তানের দেওয়া ৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ ওভার ৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এর আগে ২০১৮ সালে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে পদকশূন্য ছিল বাংলাদেশ। এবার অন্তত খালি হাতে ফিরতে হচ্ছে না বাংলাদেশকে।
গত শনিবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে ভারতের কাছে হেরে ক্রিকেটে স্বর্ণ জয়ের স্বপ্ন ভেঙ্গে যায় বাংলাদেশের। কিন্তু আজ আরেক শক্তিশালী প্রতিপক্ষ পাকিস্তানকে টস জিতে ব্যাটিংয়ে পাঠান নিগার সুলতানা জ্যৌতি।
ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভার খেললেও স্বর্ণা আক্তার-সানজিদা আক্তার মেঘলাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রান তোলাই কষ্টকর হয়ে পড়ে পাকিস্তানী ব্যটারদের। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৬৪ রান সংগ্রহ করে পাকিস্তান। স্বর্ণা ৩টি এবং সানজিদা নেন ২ উইকেট।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১৭ রানের ইনিংস খেলেন সাত নম্বরে ব্যাট করতে নামা আলিয়া রিয়াজ। এছাড়া ১৪ রান করেন অধিনায়ক নিধা দার।, ১৩ রান আসে সাদাফ শামাসের ব্যাট থেকে।
তবে জিয়েজাং ইউনিভার্র্সিটি অব ক্রিকেট গ্রাউন্ডের স্লো পিচে লক্ষ্য তাড়া করতে নেমে বেশ সাবধানে খেলতে হয় বাংলাদেশকে। কিন্তু দলীয় ৩৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপাক্যা পড়তে হয়। বিশেষ করে পাক বাঁহাতি স্পিনার নাসরা সান্ধুর বল সামলানো বেশ কঠিন হয়ে পড়ে।
তবে পঞ্চম উইকেটে স্বর্ণা আক্তারের ঠাণ্ডা মথার ব্যাটিং বাকি কাজটি সারেন। শেষ পর্যন্ত ৫ উইকেট হারালেও জয় নিশ্চিত হয় ১৮.২ ওভারে। বাংলাদেশের হয়ে শারমিন এবং সাথী সমান ১৩ রান করে করেন। দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন স্বর্ণা আক্তার।
এমআর/