সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আগামী ২৬ সেপ্টেম্বর মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
রোববার বিকেলে মেহেদী হাসান মিরাজকে নেতৃত্ব দেওয়ার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত শান্তর কাঁধেই উঠল নেতৃত্ব ভার। এই সিরিজের অধিনায়ক করা হয়েছিল লিটন দাসকে।
এই উইকেট রক্ষক-ব্যাটার প্রথম দুই ম্যাচে দায়িত্ব পালন করলেও শেষ ম্যাচে চেয়েছেন বিশ্রাম। এদিকে এশিয়া কাপ চলাকালীন চোটে পড়া শান্ত এই ম্যাচ দিয়ে ফিরছেন মাঠে।
শান্ত ছাড়াও দলে ফিরেছেন মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। বাদ পড়েছেন সৌম্য সরকার। লিটন দাসের মতো বিশ্রামে থাকবেন ওপেনার তামিম ইকবাল। এমনটা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির কারণে। ২য় ওয়ানডেতে ৮৬ রানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, আনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।
এমআর/