সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বেশ লম্বা সময় ধরে অফ-ফর্মে লিটন দাস। কোনোকিছুতেই যেন হাসছে না তার ব্যাট। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও ব্যর্থ লিটন আউট হয়ে ফেরার সময় সর রাগ ঝেড়েছেন ব্যাটের ওপর। তাই তো বিশ্রাম চেয়েছেন, ছুটি পেয়েও গেছেন।
বিপিএলের ড্রাফট শেষ করে যাওয়ার সময় মেহেদী হাসান মিরাজ বলে গেলে, 'শেষ ম্যাচে খেলব, দোয়া করবেন'। এদিকে পিঠের ব্যথাটা নিয়ে এখনো ভুগছেন তামিম ইকবাল। শেষ ওয়ানডে থেকে তিনিও বিশ্রাম চেয়েছেন।
এদিন বিপিএলের ড্রাফটে এসেছিলেন সাকিব আল হাসান। খালেদ মাহমুদ সুজনকে দেখা যায়, সাকিবকে খেলার জন্য অনুরোধ করতে।
বিশ্বকাপের মিশন শুরুর আগে এই ম্যাচটা বলা যায় শেষ প্রস্তুতি সাকিব-মিরাজদের। সাকিব ছাড়াও দলে ফেরার সম্ভাবনা রয়েছে মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদের।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। এখন লিটন না থাকায় অধিনায়কের ভূমিকায় দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে।
কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরে যায় ৮৬ রানে। তাই তো শেষ ম্যাচটা হয়ে দাঁড়িয়েছে সিরিজ বাঁচানোর ম্যাচ।
এমআর/