সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লম্বা সময় ধরে রান খরায় ভুগছিলেন তামিম, সঙ্গে ফিটনেসের ইস্যু তো ছিলই। সবমিলে বেশ বাজে সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তামিম ইকবালকে। গত জুলাইতে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলে অবসরের সিদ্ধান্তও নিয়ে নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।
যদিও একদিনের মাথায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসরের সিদ্ধান্ত বদলে ছুটি নেন এক মাসের জন্য। এর মাঝে ছাড়েন ওয়ানডের নেতৃত্ব। সেসব আপাতত অতীত। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরেছেন এই দেশসেরা ওপেনার।
যদিও কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় ব্যাট হাতে নামারও সুযোগ হয়নি তামিমের। দ্বিতীয় ম্যাচে কিউইদের দেওয়া ২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬০ রানে তিন উইকেট হারালেও তামিম লড়াই করেছেন একপ্রান্ত আগলে রেখে।
শুরুতে লিটন দাসের সঙ্গে ১৯ রানের জুটি, এরপর তানজিদ তামিমের সঙ্গে ৪১ রানের। মাঝে সৌম্য সরকার ০ রানে ফিরলে মাহমুদউল্লাহর সঙ্গে জুটি বাঁধেন ২২ রানের।
কিন্তু ফিফটির অনেক কাছে গিয়েও ফিরতে হলো সাজঘরে। ইশ সোধির বলটা সুইপ করতে গেলে গ্লাভসে লেগে চলে যায় টম ব্লান্ডেলের গ্লাভসে। আম্পায়ার আউট না দিলে কিউই অধিনায়ক রিভিউ নেন, কিন্তু সে পর্যন্ত অপেক্ষা করেননি। তামিম পথ ধরেন সাজঘরে।
ফেরার আগে ৫৮ বলে ৭টি চারে ৪৪ রান করেন এই বাঁহাতি ওপেনার। বিশ্বকাপের আগে তামিমের রানে ফেরাটা হয়তো নির্ভার করবে অধিনায়ক সাকিব আল হাসানকে।'
এমআর/