সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নিউজিল্যান্ডের দেওয়া ২৫৪ রান তাড়া করার লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬০ রানে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। লম্বা বিরতি দিয়ে ফেরা তামিম ইকবালের সঙ্গে ইনিংস ওপেন করতে নামেন লিটন দাস।
তবে ব্যর্থ হয়েছেন এই ডানহাতি ব্যাটার। মাত্র ৬ রান করে কাইল জেমিনসনের বলে ক্যাচ দেন রাচিন রবীন্দ্রর হাতে। এরপর তামিম ইকবালের সঙ্গে তানজিদ তামিমের জুটি বেশ দ্রুতই রান যোগ করেন স্কোরবোর্ডে। কিন্তু বেশিক্ষণ টিকল না।
মাত্র ১৬ রান করে সোধির বলে ক্যাচ তুলে দেন লকি ফার্গুসনের হাতে। এরপর বহুল কাঙ্ক্ষিত সৌম্য সরকার ব্যাট করতে নামেন তিন চার নম্বরে। খেললেন কেবল দুই বল, রানের খাতা না খুলেই সোধির বলে কট এন্ড বোল্ড হয়ে ফিরেছেন সাজঘরে।
বিশ্বকাপের কথা মাথায় রেখে বেশ কয়েকজনের জন্য এসিড টেস্ট এই সিরিজটা। সেখানে ব্যর্থ হলেন সৌম্য। পরপর তিন উইকেট হারিয়ে ফেললেও তামিম ইকবাল লড়াই করছেন একপ্রান্ত আগলে রেখে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২.২ ওভারে ৩ উইকেটে ৬১ রান। তামিম অপরাজিত আছেন ৩৫ (৪৫) রানে। ব্যাট করতে নেমেছেন তাওহীদ হৃদয়।
এমআর/