সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে আজ দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে নিউজিল্যান্ড। মাত্র ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা কিউইরা শেষ পর্যন্ত ২৫৪ রান তুলেছে সব উইকেট হারিয়ে।
ব্যাট করতে নামলে দুই ওপেনার উইল ইয়াং ও ফিন অ্যালেনের জুটি ভাঙে ১৫ রানের মাথায়। চাদ বোয়েস ও ফিন অ্যালেনের জুটি থেকে আসে ১১ রান এবং বোয়েস-নিকলসের জুটি থেকে আসে ১১ রান।
উইল ইয়াং ৮ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি, মোস্তাফিজের বলে ক্যাচ দেন লিটন দাসের গ্লাভসে। সপ্তম ওভারে স্লিপে থাকা সৌম্য সরকারের কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ১২ (১৫) রান করা ফিন অ্যালেন।
হাসান মাহমুদের পরিবর্তে অষ্টম ওভারে বোলিং করতে আসেন অভিষিক্ত খালেদ আহমেদ। প্রথম বলে বাউন্ডারি হজম করলেও পঞ্চম বলে তুলে নেন চাঁদ বোয়েসের (১৪) উইকেট। স্কয়ার লেগে থাকা তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দেন এই কিউই ব্যাটার।
চতুর্থ উইকেট জুটিতে টম ব্লান্ডেল ও হ্যানরি নিকলসের জুটি বেশ বড় করার আভাস দেয় জুটি। তবে দুজনের জুটি থামে ১১০ বলে ৯৫ রান তুলে। ৪৯ রান করা নিকলসকে বিদায় করেন খালেদ।
এরপর রাচিন রবীন্দ্রকে ১০ রানের মাথায় এলবিডব্লুর ফাঁদে ফেলেন শেখ মেহেদী। দলের হয়ে একমাত্র পঞ্চাশোর্ধ ইনিংস খেলা ব্যাটার টম ব্লান্ডেলকে ৬৮ (৬৬) রানে বোল্ড করে থামান হাসান মাহমুদ।
এরপর ২০ রান করা কোলে ম্যাককনসিকে ফেরান নাসুম আহমেদ। কাইল জেমিনসনকে ২০ রানে কট এন্ড বোল্ড করে ফেরান শেখ মেহেদী। এরপর ১৭ রান করা ইশ সোধি ৪৬তম ওভারে রান আউট হলেও লিটন দাস ও বোলার হাসান মাহমুদ আম্পায়ারকে অনুরোধ করে পুনরায় মাঠে ফেরান।
এরপর আরো ১৮ রান আসে সোধির ব্যাটে। লকি ফার্গুসন ১৩ রান করে স্টাম্পিং হন শেখ মেহেদীর বলে। শেষ ওভারের দ্বিতীয় বলে সোধিকে ৩৫ রানে ফেরান অভিষিক্ত খালেদ।
বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন নিয়েছেন খালেদ ও শেখ মেহেদী। ২টি উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ১টি করে উইকেট নেন হাসান ও নাসুম।
এমআর/