সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশ। ইনিংসের ৪৬তম ওভারের চতুর্থ বল করার জন্য দৌড় শুরু করেন হাসান মাহমুদ। নন-স্ট্রাইক প্রান্তে থাকা ইশ সোধি তখন এক পা এগিয়ে যান। তাতেই হাসান মাহমুদ থেমে গিয়ে স্টাম্প ভাঙেন।
মানকাডিং আউট হয়ে ইশ সোধি তখন রিভিউয়ের সময়টায় উইকেটে দাঁড়িয়ে আলোচনা করছিলেন তামিম ইকবালের সঙ্গে। তখনই সিদ্ধান্ত আসে সোধি রানআউট হয়েছেন।
আউট হয়ে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে যখন মাঠ ছাড়ছিলেন সোধি, তখন অধিনায়ক লিটন দাস ও হাসান মাহমুদ আম্পায়ারের সঙ্গে কথা বলে আবারও সোধিকে মাঠে ফেরার ব্যবস্থা করেন। সোধি ফেরার ডাক পেয়ে বেশ হাসিমুখেই উইকেটে ফিরে হেলমেট-গ্লাভস খুলে হাসান মাহমুদকে জড়িয়ে ধরেন।
ক্রিকইনফোর কমেন্ট্রি ঠিক এভাবে লিখেছে বিষয়টিকে, ঠিক আছে, দাঁড়াও... এখানে আরও নাটক আছে। লিটন দাস ও হাসান মনে হচ্ছে সোধিকে ফেরার জন্য ডেকেছেন, পরবর্তীতে ফিরে এসে আনন্দে বোলারকে জড়িয়ে ধরেছেন। বাংলাদেশ এমন কিছু দেখার সিদ্ধান্ত নেয়। রিপ্লেতে দেখা যাচ্ছে লিটন আম্পায়ারের সঙ্গে কথা বলছেন। আমি আশ্চর্য হলাম কেন সে এমন করল।
ইশ সোধি তখন ১৭ রানের মাথায় আউট হলেও লিটন-হাসানের কারণে পেয়েছেন দ্বিতীয়বার ব্যাট করার সুযোগ। শেষ পর্যন্ত ৩৫ রানে গিয়ে থামে সোধির ইনিংস।
এমআর/এইউ