সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। এবারের আসরকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো দল গুছাতে শুরু করেছে বেশ আগে থেকেই। ২৪ সেপ্টেম্বর রোববার হবে খেলোয়াড় নিলাম।
তার আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো তিনজন করে দেশি খেলোয়াড় রিটেইন করার সুযোগ পেয়েছে। এছাড়াও সরাসরি চুক্তিতে একজন দেশি খেলোয়াড় নেয়ার সুযোগ পেয়েছে। তবে বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে সরাসরি চুক্তিতে কোনো সংখ্যা বেঁধে দেওয়া হয়নি।
দেখে নেওয়া যাক প্লেয়ার্স ড্রাফটের আগে দল পাওয়াদের তালিকা:
ফরচুন বরিশাল: রিটেইন খেলোয়াড় লোকাল- (মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ) রিটেইন বিদেশি- (ইবরাহিম জাদরান) লোকাল ডিরেক্ট সাইনিং- (তামিম ইকবাল) ডিরেক্ট সাইনিং বিদেশি- (শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি)।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: রিটেইন খেলোয়াড় লোকাল- (শুভাগত হোম, জিয়াউর রহমান, নাহিদুজ্জামান) রিটেইন বিদেশি- (মোহাম্মদ হারিস, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন) লোকাল ডিরেক্ট সাইনিং- (শহীদুল ইসলাম)।
রংপুর রাইডার্স: রিটেইন খেলোয়াড় লোকাল- (নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ) রিটেইন বিদেশি- (আজমতুল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান) লোকাল ডিরেক্ট সাইনিং- (সাকিব আল হাসান) ডিরেক্ট সাইনিং বিদেশি- (বাবর আজম, ইহসানুল্লাহ, মাথেসা পাথিরানা, ব্র্যান্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: রিটেইন খেলোয়াড় লোকাল- (লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তানভির ইসলাম) রিটেইন বিদেশি- (মোহাম্মদ রিজওয়ান, সূনিল নারিন) লোকাল ডিরেক্ট সাইনিং- (তাওহীদ হৃদয়) ডিরেক্ট সাইনিং বিদেশি- (মঈন আলী, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমাদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমদ, নাসিম শাহ, রশিদ খান)।
দুরন্ত ঢাকা: রিটেইন খেলোয়াড় লোকাল- (তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম) লোকাল ডিরেক্ট সাইনিং- (মোসাদ্দেক হোসেন)।
সিলেট স্ট্রাইকার্স: রিটেইন খেলোয়াড় লোকাল- (মাশরাফী বিন মোর্ত্তজা, জাকির হাসান, তানজিম হাসান সাকিব) লোকাল ডিরেক্ট সাইনিং- (নাজমুল হাসান শান্ত)।
খুলনা টাইগার্স: রিটেইন খেলোয়াড় লোকাল- (নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়) লোকাল ডিরেক্ট সাইনিং- (আনামুল হক বিজয়) ডিরেক্ট সাইনিং বিদেশি- (এভিন লুইস, ফাহিম আশরাফ, ধানাঞ্জায়া ডি সিলভা)।
এমআর/