দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারতের সাবেক অলরাউন্ডার শ্রীধরন শ্রীরামকে আসন্ন বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের ট্যাকনিকাল কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গুয়াহাটিতে বাংলাদেশ দলের দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়েছে প্রস্তুতি ম্যাচ থেকে দলের সঙ্গে থাকবেন শ্রীধরন শ্রীরাম। আগামী ২৯ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর যথাক্রমে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিপক্ষে অনুশীলন ম্যাচের জন্য গুয়াহাটিতে যাবে। এরপর ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ধর্মশালায় বিশ্বকাপ মিশনে নামবে টাইগাররা।
শ্রীরাম এর আগেও বাংলাদেশ দলের সঙ্গে ট্যাকনিকাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ টি-টোয়েন্টি, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ এবং ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছেন।
শ্রীরাম ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ ছিলেন। এর আগে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার পরামর্শক কোচ ছিলেন তিনি।
এমআর/