সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন টুর্নামেন্টে অংশ নেওয়া ৮ ক্রিকেটারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এদিকে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার আনা অভিযোগে হতাশা প্রকাশ করেছে গ্লোবাল টি-টেন স্পোর্টস ম্যানেজমেন্ট। তারা জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে জিরো টলারেন্স নীতি।
এক বিবৃতিতে টি-টেন ম্যানেজমেন্ট জানায়, 'এই অভিযোগের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। যে কোনো দুর্নীতির বিপক্ষে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ বিষয়ে আমরা আইসিসির সঙ্গে কাজ করে যাবো এবং ক্রিকেটকে পবিত্র রাখতে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবো।
অভিযুক্ত আট জনের মধ্যে তিন জন ক্রিকেটার । একজন নাসির হোসেন অন্য দু’জন হলেন আরব আমিরাতের ক্রিকেটার রিজওয়ান জাবেদ ও সালিয়া সামান। বাকিদের মধ্যে কৃষ্ণা কুমার চৌধুরী একটি ফ্র্যাঞ্চাইজি মালিকানার অংশীদার। পরাগ সংঘভিও অন্য একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানার অংশীদার। বাকিরা হলেন ব্যাটিং কোচ আশহারর জায়েদি, সানি ধিলন সহকারী কোচ ও টিম ম্যানেজার শাদাব আহমেদ।
উল্লেখ্য, ৭৫০ ডলার মূল্যের বেনামি উপহার গ্রহণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন নাসির হোসেন। বাংলাদেশের এই অলরাউন্ডার টি-টেনে পুনে ডেভিলসের হয়ে খেলেছিলেন।
এমআর/