সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বেশ কয়েকবার নেতৃত্ব পেয়েছেন বাংলাদেশ দলের। এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজেও নেতৃত্ব দেবেন লিটন দাস। সাকিব আল হাসান ছুটিতে থাকায় তার কাঁধে উঠেছে নেতৃত্বভার। কিন্তু লিটন যেন কিছুই জানেন না।
ঘরের মাঠে খেলা। মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামের উইকেট কেমন থাকবে সেটি তিনি জানেন না বলেই জানিয়েছেন ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে, ‘জানি না ভাই। উইকেট সম্পর্কে কোনো আইডিয়া নাই। যা হবে দুই দলের জন্য সেম হবে।’
লম্বা সময় পর দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। দলে তাদের ভূমিকা কি থাকবে সেটিও সম্পর্কেও স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি লিটন। অনেকটা কৌশলে উত্তর দেওয়ার মতো বললেন, পরিস্থিতি বিবেচনায় খেলানো হবে তাদের।
‘ভূমিকা নিয়ে আমি বলতে চাই না। পরিস্থিতির ওপর নির্ভর করে। যদি দ্রুত উইকেট পড়ে যায় রিয়াদ ভাই ব্যাটিংয়ে গেলে ৩০-৩৫ ওভারের গেম থাকলে উনি উনার মতো গেম খেলবে। এটা বলার দরকার নেই, উনি অনেক ম্যাচিউরড। একই কথা সৌম্যর ক্ষেত্রেও। যেখানেই সুযোগ পাবে তারা রান করার চেষ্টা করবে। শুধু তারা দুজন না, প্রত্যেক ব্যাটারের দায়িত্ব রান করা।’
বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহও বাকি নেই। আগামী মাসের ৫ তারিখ থেকে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। বৈশ্বিক এই আসর নিয়ে নিজের পরিকল্পনা কী সেটিও এখনো জানেন না তিনি।
এমন কী আগামীকালকের ম্যাচ নিয়ে তার পরিকল্পনা নিয়ে জানতে চাইলে লিটন বলেন, ‘এখনও পরিকল্পনা করিনি। দেখি কোচের সাথে আলোচনা করি জানাব। একটা দিন অপেক্ষা করেন কাল দেখতে পারবেন।’
মাঠের বাইরেও বিভিন্ন ইস্যুতে সমালোচনা চলছে কিছু বিষয় নিয়ে। সম্প্রতি পেসার তানজিম হাসান সাকিবের পুরনো কিছু ফেসবুক পোস্ট নিয়ে বেশ বেগ পেতে হয়েছে বিসিবিকে।
লিটন এ নিয়েও কৌশলে উত্তর দিয়েছে। মাঠের বাইরের বিষয় নিয়ে বলেন, ‘এখন এত পরিমাণে খেলা, সোশ্যাল মিডিয়া দেখার মতো সময় আমাদের হাতে নেই। প্রত্যেক খেলোয়াড়েরই নেই। যে যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকে, পরিবারকে সময় দেয়। আমার মনে হয় না কোনো খেলোয়াড়কে এসব প্রভাবিত করে।’
এমআর/