সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান বিশ্রামে থাকায় এই সিরিজের নেতৃত্ব দেবেন লিটন দাস। লম্বা সময় ধরে অফ-ফর্মে থাকা লিটনের কাঁধে নেতৃত্বের বাড়তি চাপ স্বাভাবিক ভাবেই মরার ওপর খাঁড়ার ঘা।
কদিন পরেই বিশ্বকাপ ভারতের মাটিতে। তার আগে এই সিরিজটা দলের সবার জন্যই বাড়তি পাওয়া। নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার জন্য বড় সুযোগ।
দলের অন্যতম ব্যাটার লিটন দাস । ইনিংস সূচনার দায়িত্বটাও তার কাঁধে। তবে তার রান না পাওয়াটা বাংলাদেশ দলকে চাপে ফেলবে সেটাই স্বাভাবিক। সবশেষ দশ ইনিংসে তার ব্যাটে পঞ্চাশোর্ধ ইনিংস এসেছে মাত্র দুটি। মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে
অপরাজিত ৫০ আর জুলাইতে আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ৫৩ রানের ইনিংস ছাড়া বাকি আট ইনিংসের একটি ছিল ত্রিশোর্ধ ইনিংস।
বিশ্বকাপের আগে লিটন নিজেকে নিয়ে কী ভাবছেন এমন প্রশ্নের উত্তরে জানিয়েছেন, তিনি চেষ্টা করছেন। ‘আমি চেষ্টা করছি, প্র্যাকটিস করছি, কীভাবে ফাইন্ড আউট করা যায়। আশা করছি তাড়াতাড়ি কামব্যাক করতে পারব। আত্মবিশ্বাসের বিষয় না। প্র্যাকটিস করছি, দেখা যাক কী করতে পারি।’
আগামীকাল থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। এই সিরিজে লিটোন কামব্যাক করার চেষ্টা করবেন বলেও জানান।
‘দেখেন আমি চেষ্টা করতেছি, প্রতিনিয়ত প্র্যাকটিস করার। ফাইন্ড আউট করার যে… হোপ তাড়াতাড়ি ক্যামব্যাক করব।’
২০১৫ সালে ওয়ানডেতে অভিষেক হওয়া লিটন এ পর্যন্ত খেলেছেন ৭৫টি ইনিংস। যেখানে রয়েছে ৫টি শতরান আর ১০টি পঞ্চাশ রানের ইনিংস। গড় রান ঠিক ৩৩.০০।
এমআর/