সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আবুধাবি টি-টেন লিগে দুর্নীতির জন্য অভিযুক্ত হয়েছেন বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেন। এছাড়াও বেশ কয়েকজন ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাকে অভিযুক্ত করেছে এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭৫০ ডলার মূল্যের বেনামি উপহার গ্রহণের অভিযোগে অভিযুক্ত হইয়েছেন নাসির হোসেন। বাংলাদেশের এই অলরাউন্ডার টি-টেনে পুনে ডেভিলসের হয়ে খেলেছিলেন।
এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এই ঘটনার তদন্তে নেমেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই ঘটনায় নাসির ছাড়াও অভিযুক্ত হয়েছেন ক্রিশান কুমার চৌধুরি (সহ-কারী মালিক)।
পরাগ সাংভি (সহপ-মালিক), আসহার জাইদি (ব্যাটিং কোচ), রিজওয়ান জাভেদ, সিলিয়া সামান ও শাদাব আহমেদ। নাসিরের বিপক্ষে দুর্নীতি বিরোধী তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
এমআর/