সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাত্রই লাল-সবুজের জার্সিতে তানজিম হাসান সাকিবের অভিষেক হলো বাংলাদেশ দলে। এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশের শেষ ম্যাচে তানজিমকে অভিষেক ক্যাপ পরিয়ে দেন সাকিব আল হাসান। কি দুর্দান্ত বোলিং করেছিলেন অভিষেকে।
কিন্তু সেই সুখটা বেশিদিন সইল না। তার কিছু পুরনো ফেসবুকপোস্ট সামনে এনে রোষানলের শিকার হতে হয়েছে অনূর্ধ-১৯ বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারকে।
শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হলো তানজিম সাকিবকে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমে জালাল ইউনুস জানান, তানজিম সাকিবের সঙ্গে আলাপ করা হয়েছে বিষয়টি নিয়ে।
এ নিয়ে জালাল ইউনুস বলেছেন, 'আমরা ক্রিকেট বোর্ড থেকে তানজিম সাকিবের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয়েছে, ওর সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও যোগাযোগ করা হয়েছে এই ব্যাপারে। তাকে আমরা এই ব্যাপারটা অবগত করেছিলাম।'
'তার বক্তব্য হচ্ছে কাউকে আঘাত করার উদ্দেশে পোস্ট দেয়নি, সে যে পোস্ট দিয়েছে সে মনে করে নিজের থেকে দিয়েছে কিন্তু উদ্দেশ করে পোস্ট দেওয়া হয়নি। এটা দিয়ে কারো মনে আঘাত লাগলে সে সেজন্য দুঃখিত। একটা কথা এসেছে নারীর ব্যাপারে। নারীর ব্যাপারে যে পোস্ট ছিল। সে বলেছে এটার দায় দায়িত্ব নিচ্ছি, আসলে আমি নারী বিদ্বেষী নই। সে বলেছে তার মা নারী, আমি নারী বিদ্বেষী হতে পারি না।'
নারিবিদ্বেষী মন্তব্য বিয়ে আইসিসির কড়া নীতিমালা রয়েছে। গত বছর ইংল্যান্ডের পেসার ওলি রবিনসন নিষিদ্ধ হন কিশোর বয়েসে দেওয়া পোস্টের কারণে।
এ নিয়ে জালাল ইউনুস তখন বলেন, 'যে পোস্ট দিয়েছে তাকে আমরা সতর্ক করেছি, যাতে আগামীতে এই ধরণের কোন পোস্ট না দেয়। সে বলছে অবশ্যই সে এই ধরণের পোস্ট থেকে বিরত থাকবে। যখন সে ভুল স্বীকার করেছে…সে একটা বড় কথা বলেছে সে নারী বিদ্বেষী নয়, বলেছে আমার মাই ত একজন নারী। কীভাবে নারী বিদ্বেষী নারী।'
আপত্তিকর পোস্টগুলো তানজিম মুছে দিয়েছেন উল্লেখ করে জালাল ইউনুস বলেন, 'অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা তাকে পর্যবেক্ষণ করব। তার পরিবারও শঙ্কিত। তারাও দুঃখিত। যেহেতু সামনে বিশ্বকাপ আছে, যেহেতু সে তরুণ ছেলে। আমরা মনিটর করব। যদি কিছু থাকে আমরা তার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নিব।'
পুরনো পোস্টগুলো তানজিম নিজে দিয়েছেন বলে বিসিবিকে জানিয়েছেন তানজিম, এবং ক্ষমা চেয়েছে বলেও জানিয়েছেন জালাল ইউনুস।
'সে যা দিয়েছে নিজে থেকে দিয়েছে পোস্টগুলো। ক্ষমা আমাদের কাছে চেয়েছে। তার সঙ্গে আমারা আলাপ আলোচনা করব। জাতীয় দলের কোড অব কন্ডাক্টে ব্যাপার আছে, এসব তাকে মনে করিয়ে দেওয়া হয়েছে।'
এমআর