সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্বকাপ সন্নিকটে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড থেকে ১৫ সদস্যের শক্তিশালী দলও ঘোষণা করে দিয়েছে ইতোমধ্যে। যেদিন দল ঘোষণা করা হয়েছে, সেদিনই দলের অন্যতম উইকেট রক্ষক-ব্যাটার কুইন্টন ডি কক জানান, বিশ্বকাপ খেলেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর কথা।
প্রোটিয়া এই ওপেনার ওয়ানডে ছাড়লেও টি-টোয়েন্টি ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন আরো কিছুদিন। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে ডি কক খোলাসা করেছেন, ৩১ বছর বসয়ে কেন তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছে।
‘আমার এই সিদ্ধান্তের উপর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রভাবকে অস্বীকার করবো না। আমি মূলত নিজের আনুগত্য বজায় রাখার চেষ্টা করি। আমি মনে করি জাতীয় দলকে সত্যিই বেশ ভালোভাবে উপস্থাপন করেছি। কিন্ত টি-টোয়েন্টিতে প্রচুর অর্থ রয়েছে। ছেলেরা সেটা পেতে চায় এবং যে কোনো মানুষ সেটাই চাইবে।’
ডি কক আরও বলেন, ‘আমি মনে হয় আরও পাঁচ বছর আগেই এমন সিদ্ধান্ত নিতাম। যখন থেকে পুরোদমে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট শুরু হয়েছিল। কিন্ত এখন যেহেতু আমি ক্যারিয়ারের শেষ দিকে এসেছি। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে একসময় ক্যারিয়ারকেই বিদায় জানিয়ে দিবো। এরপর এক বছরের বিরতি নিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাবো।’
দলের সেরা উইকেট রক্ষক ব্যাটার ডি কক ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত পালন করেন দলের অধিনায়কের দায়িত্ব। ২০১৩ সালে ওয়ানডে অভিষেক হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩০ বছর বয়সী এই উইকেট রক্ষক ব্যাটার ১৪০টি ম্যাচে ৪৪.৮৫ গড়ে ৫ হাজার ৯৬৬ রান করেছেন। যার মধ্যে ২০১৬ সালে সেঞ্চুরিয়নে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ারের সেরা ১৭৮ রানের ইনিংস।
এমআর/