সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতের ১৫ সদস্যের দলে নেই রবিচন্দ্রন অশ্বিন। তবে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য যে দল ঘোষণা করা হয়েছে সেই দলে রাখা হয়েছে এই স্পিনারকে।
এই সিরিজ দিয়ে প্রায় ২০ মাস পর জাতীয় দলে ডাক পেলেন এই স্পিনিং অলরাউন্ডার। বইলা হচ্ছে এই সিরিজের মাধ্যমে বিশ্বকাপের দলেও জায়গা হয়ে যেতে পারে এই অভিজ্ঞ ক্রিকেটারের। অধিনায়ক রোহিত শর্মাও জানিয়েছেন, বিশ্বকাপের বিবেচনায় আছেন অশ্বিন।
“অশ্বিন একটানা টেস্ট খেলে চলেছে। ইদানীং ও মাঠে না নামলেও আমার কাছে চিন্তার কোনও কারণ নেই। ওর যা অভিজ্ঞতা রয়েছে তাতে এটুকু বলতে পারি, ওর শরীরের থেকে মাথাটা বেশি চলে। ওর সঙ্গে কথা হয়েছে। জেনে নিয়েছি ফিটনেসের দিক থেকে ও কোন জায়গায়। এমন নয় যে ও ক্রিকেটই খেলেনি অনেক দিন। এই ফরম্যাটে হয়তো অনেক দিন নামেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিযে সুযোগ রয়েছে অশ্বিনকে আরও এক বার দেখে নেওয়ার।”
অশ্বিন সবশেষ ওয়ানডে ক্রিকেটে খেলেছেন ২০২২ সালের জানুয়ারিতে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটির প্রথম দুটি ওয়ানডেতে থাকছেন না বিশ্বকাপ দলে জায়গা পাওয়া একাধিক ক্রিকেটার। তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলবেন রোহিত, বিরাট কোহলিরা।
আগামী ২২, ২৪ ও ২৭ মোহালি, ইন্দোর ও রাজকোটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত-অস্ট্রেলিয়া।
প্রথম দুই ওয়ানডের ভারত স্কোয়াড: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিট বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, তিলক বর্মা, প্রসিদ কৃষ্ণ, রবীচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর।
তৃতীয় ওয়ানডের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ইশান কিশান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিট বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, কুলদীপ যাদব, আকসার প্যাটেল (ফিটনেস সাপেক্ষে), রবীচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর।
এমআর/