সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সকাল সকাল হিথ স্ট্রিকের মৃত্যুর খবরে ভারী হয়ে ওঠে ক্রিকেট বিশ্ব। জিম্বাবুয়ের ক্রিকেটের সাবেক এই তারকা খেলোয়াড়ের মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বড় বড় সংবাদ মাধ্যমেও।
রয়টার্স থেকে শুরু করে ইংরেজি দৈনিক দ্য গার্ডিয়ানও কোনও উৎস ছাড়াই ছাপিয়ে দেয় স্ট্রিকের মৃত্যুর খবর। এমনটা হয়েছে স্ট্রিকের সাবেক সতীর্থ হেনরি ওলঙ্গার এক টুইটে। এরপর প্রায় কয়েক ঘন্টা পর ওলঙ্গা নিজেই আবার টুইট করে জানান, স্ট্রিক বেঁচে আছে।
মুহুর্তেই বদলে যায় দৃশ্যপট। নিজের মৃত্যুর খবর জানতে পারেন হিথ স্ট্রিক। এরপর ভারতীয় পত্রিকা মিড ডে-কে হিথ স্ট্রিক জানান, ‘এটা গুজব। আমি জীবিত আছি, ভালোই আছি। আমি খুব দুঃখ পেয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে এত বড় একটা খবর কারও কাছ থেকে নিশ্চিত না হয়েই কীভাবে ছড়িয়ে দেওয়া হয়। আমার মনে হয় যে সূত্র এই খবর ছড়িয়েছে, তাঁর ক্ষমা চাওয়া উচিত।’
মৃত্যুর গুজব যারা ছড়িয়েছে তাদের শাস্তিও চেয়েছেন স্ট্রিক। জিম্বাবুয়ের ধারাভাষ্যকার ও উপস্থাপক ডিন ডু প্লেসির দেওয়া এক অডিও বার্তায় হিথ স্ট্রিক বলেন, ‘ডিন আমি সুস্থ আছি। আমার ক্যান্সার এখনও সারেনি, তবে আমি বেঁচে আছি। যা ছড়ানো হয়েছে সব সোশ্যাল মিডিয়ার গুজব। যারা এসব ছড়িয়েছে তাদের শাস্তি হওয়া উচিৎ। এমন স্পর্শকাতর সংবাদ যাচাই করা ছাড়া প্রকাশ করা উচিৎ না।’
চলতি বছরের মে মাসে জানা যায় মরণ ব্যাধি ক্লোন ক্যানসারে রোগে আক্রান্ত হিথ স্ট্রিক। এরপর উন্নত চিকিৎসার জন্য স্ট্রিককে নিয়ে যাওয়া হয় দক্ষিণ আফ্রিকাতে। সেখানে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি।
এমআর/