সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চলতি বছরের জুলাইতে হারিস রউফ সম্পন্ন করেন বিয়ের কাজটা। এরপর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই খেলায় ফিরেছেন এই পেসার। মাঠে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন হারিস। এমন কী ক্যারিয়ার সেরা বোলিংটাও করেছেন তিনি।
আফগানিস্তানকে ৫৯ রানে অল-আউট করার ম্যাচে হারিস মাত্র ৬.২ ওভারে ১৮ রান দিয়ে নেন ৫ উইকেট। হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। খেলা শেষে ব্যাটার মোহাম্মদ হারিসের সঞ্চালনায় একটি টকশোর আয়োজন করলে সেখানে অতিথি হিসেবে রাখা হয় দলের পেস ত্রয়ী হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে।
ওই টকশোতে রউফকে উপস্থাপক হারিস মনে করিয়ে দেন, বিয়ের পর প্রথম বলেই উইকেট পাওয়ার বিষয়টি। এমন কী ক্যারিয়ার সেরা বোলিংয়ের বিষয়টিও।
এ সময় তার দুর্দান্ত পারফরম্যান্সের কৃতিত্বটা স্ত্রীকে দিয়েছেন জানিয়ে রউফ বলেন, ‘বিয়ের পর জীবনে অনেক কিছুরই পরিবর্তন আসে। আলহামদুলিল্লাহ আমার স্ত্রী আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছে।’
১৮ রানে ৫ উইকেট, ক্যারিয়ারের সেরা বোলিং করে হয়েছেন ম্যাচ সেরা। কীভাবে সফল হলেন রউফ, এমন প্রশ্নে বলেন, ‘এরা (আফ্রিদি ও নাসিম) নতুন বলে যেভাবে বোলিং করেছে, তা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। ওরা শুরুতেই যদি উইকেট এনে দিতে পারে, তা হলে আমার চেষ্টাটা থাকে ভালো শুরু ধরে রাখার। পরিকল্পনা ছিল হার্ড লেংথে বোলিং করব।’
আফগানিস্তানের বিপক্ষে হাম্বানটোটায় সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে পাকিস্তান সংগ্রহ করে সব উইকেট হারিয়ে ২০১ রান। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানি তিন পেসারের তোপে মাত্র ৫৯ রানে অল-আউট হয়ে যায় আফগানিস্তান।
এমআর/