সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
এশিয়া কাপের আগে অনেকটা গা গরমের সিরিজ আফগানিস্তান ও পাকিস্তানের। শ্রীলঙ্কার মাটিতে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মঙ্গলবার মুখোমুখি হয় দু’দল। কিন্তু ম্যাচে যা ঘটল আফগানদের জন্য সেটি লজ্জার হার ছাড়া আর কিছুই না।
হাম্বানটোটায় টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাঁক অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ফজল হক ফারুকির শিকার হন ফখর জামান (২)।
এরপর রানের খাতা খোলার আগেই বাবর আজমকে সাজঘরে ফেরান মুজিব উর রহমান। তবে আরেক ওপেনার ইমাম উল হকের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় পাকিস্তান।
মোহাম্মদ রিজওয়ানকে ব্যক্তিগত ২১ রানের মাথায় ফেরান মুজিব। ইফিতিখারের ব্যাটে আসে ৩০ (৪১) রান। ইমাম ৯৪ বলে খেলেন সর্বোচ্চ ৬১ রানের ইনিংস। এছাড়া শাদাব খানের ৩৯ ও শেষ দিকে নাসিম শাহ’র ১৮ রানে ভর করে ৪৭.১ ওভারে কোনোমতে ২০১ রান তোলে সব উইকেট হারিয়ে।
আফগানিস্তানের পক্ষে ৩ উইকেট নেন ফারুকি। ২টি করে উইকেট নেন মোহাম্মদ নবী ও রশিদ খান।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানি তিন পেসারের তাণ্ডবে পড়ে আফগান ব্যাটাররা। টপ-অর্ডারের ইবরাহিম জাদরান ও রহমত শাহকে শূন্য রানে ফেরান শাহীন আফ্রিদি, হাশমতউল্লাহ শাহিদীকে শূন্য রানে ফেরান নাসিম শাহ। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি আফগানরা।
এরপর পেসার হারিস রউফ এসে তুলে নেন একে একে ৫টি উইকেট। মাত্র ৬.২ ওভার বোলিং করে রান দেন ১৮টি। বাকি ১ উইকেট নেন শাদাব খান। আফগানরা গুটিয়ে যায় ১৯.২ ওভারে ৫৯ রানে। এমআর/