সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রথমবারের মতো নারী বিশ্বকাপ জিতেছে স্পেন। ছেলেদের পাশাপাশি নারী বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে দেশটি। এই ইতিহাস গড়ার পথে একমাত্র গোল আসে ওলগা কারমোনার থেকে। দীর্ঘ ১৩ বছর পর দেশকে আরেকবার বিশ্বকাপ এনে দেওয়ার দিনটাই ওলগার জীবনের সবচেয়ে কস্টের দিন হয়ে রইলো। স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে কারমোনা যখন সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাসে মেতেছিলেন, তখন তার বাবা পাড়ি জমান পরপারে। পুরষ্কার বিতরণী শেষে তাকে জানানো হয়, তার বাবা আর বেঁচে নেই।
এমন খবরে কান্নায় ভেঙে পড়েন মাঠে। জয়ের আনন্দ আর বাবা হারানোর কষ্টে একাকার হয়ে যাওয়া ওলগা বিশ্বকাপ জয়টা উৎসর্গ করেন তার বাবাকে। বিশ্বকাপ জিতে দেশে ফিরে গন-সংবর্ধনা অনুষ্ঠানেও স্মরণ করেন বাবাকে। এসময় ওলগা জানান, তার জীবনে এই দিনটা সবচেয়ে সুখের এবং কস্টের দিন।
‘এটি পুরো স্পেনের জন্য বিশেষ মুহূর্ত, কিন্তু এমন কিছু ঘটেছে যা এই মুহূর্তে আমার জন্য খুবই কঠিন। আপনারা জানেন, গতকাল ছিল দুটি ভিন্ন ভিন্ন আবেগের দিন। এক মুহূর্তের জন্য, এটি আমার জীবনের সেরা দিন ছিল। এবং তারপরে এটি আমার জীবনের সবচেয়ে খারাপ দিন হয়ে ওঠে আমার বাবার মৃত্যুর খবরে।’
তবে দেশকে বিশ্বকাপ জেতাতে পেরে গর্বিত ওলগা বলেন, ‘দেশকে এমন একটা আনন্দের দিন এনে দিতে পেরে আমি সত্যি সত্যি খুব গর্বিত এবং এখন আপনাদের সকলের কাছে একটি তারকা রয়েছে যা আপনারা সবাই চেয়েছিলেন। তারকাখচিত জার্সি যে শুধু আমরা পরিধান করি তা নয়, আকাশের সমস্ত তারা (মৃত মানুষ) যারা আমাদের জন্য রয়েছে।’
এমআর/