সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রথমবারের মতো নারী বিশ্বকাপ জিতেছে স্পেন। ছেলেদের পাশাপাশি নারীরাও বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে স্প্যানিশরা। এই ইতিহাস গড়ার পেছনে একমাত্র গোল আসে ওলগা কারমোনার থেকে।
দেশকে বিশ্বকাপ জিতিয়ে কারমোনা যখন সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাসে মেতেছিলেন, তখন তার বাবা পাড়ি জমান পরপারে। পুরষ্কার বিতরণী শেষে তাকে জানানো হয়, তার বাবা আর বেঁচে নেই।
এমন খবরে মাঠেই মুষড়ে পড়েন কারমোনার। ২৩ বছর বয়সে বিশ্বকাপের স্বাদ নেওয়া কারমোনার বিশ্বজয়ের স্বাদ যেন মুহূর্তেই বিষাদে পরিণত হয়ে ওঠে।
কারমোনার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও তার ক্লাব রিয়াল মাদ্রিদ। ঠিক কি কারণে মৃত্যু হয়ে কারমোনার বাবা সেটি উল্লেখ করা হয়নি তবে, জানানো হয়েছে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।
বাবার মৃত্যুর খবরে মুষড়ে পরা কারমোনা বিশ্বকাপ জয়ের স্বীকৃতিস্বরূপ জার্সিতে যে 'তারা' যুক্ত হয় সেটিকে তার সদ্য প্রয়াত বাবা উল্লেখ করে রাতে একটি টুইট করেছেন।
Y sin saberlo tenía mi Estrella antes de que empezase el partido. Sé que me has dado la fuerza para conseguir algo único. Sé que me has estado viendo esta noche y que estás orgulloso de mí. Descansa en paz, papá pic.twitter.com/Uby0mteZQ3
— Olga Carmona (@7olgacarmona) August 20, 2023ছবিতে দেখা যায় বিশ্বকাপ পদকে চুমু খাচ্ছেন তিনি, সঙ্গে লিখেছেন, ‘আর এটা না জেনেই, খেলা শুরু হওয়ার আগেই আমার একটা তারা ছিল। আমি জানি, তুমি আমাকে অনন্য কিছু অর্জন করার শক্তি দিয়েছ। আমি জানি, আজ রাতে তুমি আমাকে দেখে গর্বিত হচ্ছ। শান্তিতে ঘুমাও, বাবা।’
উল্লেখ্য, রোববার সিডনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারায় স্প্যানিশরা। ম্যাচের ২৯তম মিনিটে একমাত্র গোলটি করেন ওলগা কারমোনা।
এমআর/