সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শখের বসে মাত্র ১২ বছর বয়স থেকেই বাঁশি বাজানো শুরু করেন নিজাম উদ্দিন। এক সময় এই বাঁশির সুর নেশায় পরিণত হয় তার। পরে সেই বাঁশিই হয়ে যায় নিজাম উদ্দিনের সংসার চালানোর একমাত্র ভরসা। প্রায় ৭১ বছর ধরে এই বাঁশির সুরেই চলছে তার সংসার।
জামালপুরের ইসলামপুর পৌরসভার ফকিরপাড়া এলাকার বাসিন্দা নিজাম উদ্দিন। ষাটের দশক থেকেই জামালপুর জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বাঁশি বাজানো শুরু করেন। হাট-বাজার, রেলস্টেশন, বাসট্যান্ড, মেলাসহ বিভিন্ন জায়গায় বাঁশির সুর তোলেন তিনি।
তার বাঁশির সুরে মুগ্ধ হয়ে পথচারীদের কাছ থেকে যা পান তাতেই চলে নিজাম উদ্দিনের সংসার। আগে বাঁশি বাজানোর পাশাপাশি নিজেই বাঁশি বানিয়ে বিক্রি করে ভালোই আয়-রোজগার করতেন তিনি। বয়স বাড়ায় এখন আর আগের মতো বাঁশি বানাতে ও বাজাতে পারেন না। তারপরও মানুষের অনুরোধে বাধ্য হন বাঁশিতে ফুঁ দিতে।
স্থানীয়রা জানান, ছোট থেকেই তারা দেখছেন বংশীবাদক নিজাম উদ্দিনকে। তিনি বাঁশি বাজান এবং হাটে-বাজারে বাঁশি বিক্রি করেন। হাটে-বাজারে, মেলায় বংশীবাদক নিজামকে এখন দেখা না গেলেও তার দেখা মিলে ইসলামপুর রেলওয়ে স্টেশনে। বাঁশির সুর না উঠলেও ভক্তরা তাকে সহযোগিতা করেন। জীবনের বাকি দিনগুলো ভালোভাবে বাঁচতে সরকারের সহযোগিতা চান অশীতিপর বংশীবাদক নিজাম উদ্দিন।
এইউ