সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাওলানা মানসুর আহাম্মেদ। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার সুগন্ধা জামে মসজিদের ইমাম। একই সঙ্গে বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিলে ইসলামিক আদর্শের সুবক্তা হিসেবেও আলোচিত তিনি। ভরা মজলিশে নছিয়ত দেন নারীদের সম্মান করার। অথচ তিনি নিজের স্ত্রীকেই নির্যাতন করেন যৌতুকের দাবিতে। এমনকি নিজের স্ত্রীকে রেখে সম্পর্ক গড়েছেন পর-নারীদের সঙ্গে। বাড়িতে স্ত্রী ও দুই শিশু সন্তানকে রেখে অন্য নারীকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। এরপর কয়েক মাস পর বিয়ে করে বাড়িতে ফেরেন তিনি।
শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে নারায়ণগঞ্জের আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও যৌতুক আইনে স্বামী মানসুর আহাম্মেদের বিরুদ্ধে মামলা করেন স্ত্রী জামিলা বেগম। এরপরই গ্রেপ্তার করা হয় মাওলানা মনুসরকে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে সেখানে হাজির হন স্ত্রী জামিলা বেগম ও তাদের ছোট্ট শিশু কন্যা সাফানা। এসময় আদালতে দাড়িয়ে স্বামীর শাস্তিও চেয়েছেন তিনি।
মনসুরের পরিবারও বলছে, সে যা করেছে তা অন্যায়। তবে জামিলা ও তার সন্তানদের পাশে তারা আছে বলেও জানান। পুলিশ বলছে, যৌতুক মামলায় গ্রেপ্তার হওয়া মনসুরকে কারাগারে পাঠিয়েছে আদালত। তার বিরুদ্ধে হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাও চলমান। এদিকে সুগন্ধা জামে মসজিদের ইমামের এমন চিত্র প্রকাশের পরই এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয়রা তার বিচার চেয়েছেন।
এইউ