দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভাগ্যের চাকা ঘোরাতে সৌদি আরবে গিয়ে নিষ্ঠুর পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছেন এক হতভাগ্য নারী। সাতক্ষীরার উপকূলীয় এলাকার দরিদ্র নারী স্বপ্নার দুই চোখের আলো কেড়ে নিয়ে শরীরের বিভিন্ন অংশে পুড়িয়ে দিয়ে খালি হাতে দেশ ফেরত পাঠিয়েছেন সৌদি গৃহকর্তা।
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামে সরকারি খাসজমিতে বাস করে হতদরিদ্র আমিনুর ও আশুরার পরিবার। পরিবারের স্বচ্ছলতার জন্য মেয়ে স্বপ্না সবার সিদ্ধান্তে সৌদিতে গৃহকর্মীর কাজের জন্য যান। আর সেই যাওয়ায় যেন কাল হয়েছে স্বপ্নার জীবনে।
অস্বাভাবিক নির্যাতনের কারণে স্বপ্না এখন দাঁড়াতে ও বসতে পারেন না। সে এখন শারীরিকভাবে সম্পূর্ণ অচল। এলাকার মানুষ এ ঘটনার জন্য বিশ্ব মানবাধিকার ব্যক্তিত্বদের হস্তক্ষেপ চায়।
এদিকে স্বপ্না যে ঋণ করে বিদেশ গিয়েছিল সে টাকা ফেরত দিতে হিমশিম খাচ্ছে তার পরিবার। খালি হাতে অন্ধ ও অচল হয়ে ফেরত এসে পরিবারকেও অচল করেছে স্বপ্না। আর স্বামী আগে থেকেই স্ত্রী-সন্তানকে পথে বসিয়ে দিয়ে রেখেছে। স্থানীয় বুধহাটা ইউনিয়ন পরিষদের সদস্য দোলন খাতুন জানান, সবার সহযোগিতা ছাড়া স্বপ্নাকে বাঁচানো কঠিন।
স্বপ্নার মতোই ভাগ্য ফেরাতে আরও দুই প্রতিবেশী নারী সৌদিতে গিয়ে নির্যাতন ও প্রতারণার শিকার হয়ে খালি হাতে দেশে ফিরেছেন। তবে স্বপ্নার সঙ্গে যা ঘটেছে তা কেবল মধ্যযুগীয় নির্যাতনের সঙ্গে তুলনা করা যায়।
এইউ