সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোপালপুর শহীদ মুক্তিযোদ্ধা সড়কে রাস্তাসংযুক্ত ড্রেন নির্মাণকালে দেয়াল চাপা পড়ে শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম আব্দুল মোমিন গাজী (৫০)। তিনি সিরাজপুর গ্রামের রজব আলী গাজীর ছেলে।
শ্যামনগর থানার সেকেন্ড অফিসার এসআই রাজিব রায়হান জানান, বৃহস্পতিবার সকালে শ্যামনগর উপজেলার গোপালপুর শহীদ মুক্তিযোদ্ধা সড়কে রাস্তার পাশে রাস্তা সংযুক্ত ড্রেন নির্মাণকালে দেয়াল চাপা পড়ে আহত হন শ্রমিক মোমিন গাজী ও মোরশেদ মল্লিকের ছেলে মোশাররফ মল্লিক (৬০)। তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হলে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসারত অবস্থায় বিকেলে মৃত্যুবরণ করেন শ্রমিক মোমিন গাজী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জেবি