সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ইন্টারনেটের জাদুকরী ছোয়ায় বর্তমানে আমরা যেসব সুবিধাভোগ করছি তার মধ্যে ফ্রিল্যান্সিং অন্যতম। আগে কাজ মানেই কর্মক্ষেত্র বা অফিসে গিয়ে করতে হতো। কিন্তু এখন ইন্টারনেট থাকলে বাড়িতে বসেই বিদেশিদের কাজ করে দিয়ে ভালো টাকা আয় করা সম্ভব। আর খুলনার বেকার তরুণদের জন্য সম্ভবনার নবদিগন্তের দ্বার খুলে দিয়েছে আইটি খাত।
নগরীর কুয়েট এলাকায় আত্মপ্রকাশ করেছে বেশ কয়েকটি আইটি সেক্টর। যেখান থেকে স্বাবলম্বী হচ্ছে বেকার তরুণ ও তাদের পরিবার। শুধু ছেলেরাই না অনেক নারীরাও করছেন ফ্রিল্যান্সিং। তারা জানান, সংসারের কাজ সামলে ফ্রিল্যংন্সিং করে তারাও স্বাবলম্বী হচ্ছেন।
ফ্রিল্যান্সিং প্রশিক্ষকরা বলছেন, ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। স্বাধীনভাবে কাজ করা যায় বলেই বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এই পেশা।
আইটি প্রতিষ্ঠানের এক পরিচালক বলছেন, সরকারি চাকরির জন্য সময়ক্ষেপণ না করে, চাকরি খুঁজব না, চাকরি দেব -এই লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষে নিজ উদ্যোগে এ পেশা বেছে নিয়েছে তারা।
ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা। সরকারের যথাযথ বিনিয়োগ ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার মাধ্যমে এই সম্ভাবনার খাত থেকে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন ও বেকার সমস্যা দূর করা সম্ভব, বলছেন এই খাতের সংশ্লিষ্টরা।
এইউ