দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অদম্য ইচ্ছার কাছে দারিদ্র্যতা যে কখনও বাধা হয়ে দাঁড়াতে পারে না তা আবারও দেখিয়ে দিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেধাবী শিক্ষার্থী সুমাইয়া আক্তার। অভাব অনটনের সংসারে মায়ের সঙ্গে করেছেন দর্জির কাজ ও কাঁথা সেলাই। আবার করতেন টিউশনিও। দিনভর কঠোর পরিশ্রম শেষে ছোট্ট আটসাট ঘরে পড়ার জায়গা হতো না।
এমন কঠিন পরিস্থিতির মাঝেও পড়ালেখা থেকে দূরে সরে যাননি সুমাইয়া। তাই চাচা স্বপন মিয়ার প্রতিষ্ঠিত গুঞ্জন পাঠাগারে বসে চালিয়ে যেতেন পড়ালেখা। তার এ অদম্য ইচ্ছার কারণে শিক্ষকরাও তাকে বিনামূল্যে প্রাইভেট শিক্ষা দিতেন। পাশাপাশি এলাকাবাসী তাকে নানাভাবে সহযোগিতা করত।
এদিকে সাধ আর সাধ্যের মধ্যে দারিদ্র্যের সীমাবদ্ধতা থাকায় সুমাইয়ার উচ্চশিক্ষাসহ লেখাপড়া চালিয়ে নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন তার বাবা-মা। সবার সহযোগিতায় মাধ্যমিকের গণ্ডি পার হলেও ভবিষ্যৎ শিক্ষা জীবন নিয়ে সংশয়ে রয়েছেন সুমাইয়াও।
তবে সুমাইয়ার ভবিষ্যৎ শিক্ষা জীবন আরও মসৃণ করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতায় সুমাইয়াসহ জীবন সংগ্রামে টিকে থাকা শিক্ষার্থীরা এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সবার।
এইউ