সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চা পছন্দ করেন না এমন মানুষ খুবই বিরল। কিন্তু চা পছন্দ করে এবার এমন গরুর সন্ধান মিলেছে। আর চা খেতে না দিলে গরুটি রীতিমতো পাগলামি শুরু করে। গরুটির মালিক চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ৬২ নং আড়িয়া গ্রামে লাল্টু শেখ। তিনি পেশায় একজন চা বিক্রেতা।
সকালে অন্য গরুর সঙ্গে দলগতভাবই ঘাস খেতে যায় লাল্টু শেখের চা-খোর গরুটি। বিকেলে অন্য গরুর সঙ্গে দলগতভাবে বাড়ি ফেরার সময় চা-খোর গরুটি লাল্টু শেখের চায়ের দোকানের নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে যায়। এসময় গরুটি চা পান করেন সঙ্গে পাউরুটি কলা খান।
চা পান করা শেষ হলে বাড়ি ফেরে গরুটি। চা পানে আসক্ত হওয়ায় স্থানীয়রা গরুটির নাম দিয়েছে চা-খোর গরু। স্থানীয় অনেকেই বলেছেন, গরুর চা পান করার মতো বিরল ঘটনা কখনও দেখেনি। লাল্টুর আরও একটি গরু চা খেত, তারই সন্তান এই চা-খোর গরু।
গরুর মালিক লাল্টু আরও জানান, ছোট থেকেই চা ভক্ত গরুটি। তিন মাস বয়স থেকেই গরুকে চা খাওয়ানো শুরু করি। শুধু চা না যা দেওয়া হতো তাই খেত।
এইউ