সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
তাসনিয়া ফারিণ এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী। বিভিন্ন সময়ে নানা চরিত্রে অভিনয় করে পর্দা মাতাচ্ছেন তিনি। কখনও প্রেমিকার চরিত্রে, কখনও স্ত্রীর চরিত্রে আবার কখনও বা প্রতিবাদী নারীর চরিত্রে।
গুঞ্জন ছিল এক অভিনেতা-গায়কের সঙ্গে প্রেম করছেন ফারিণ। এ নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম, জোর চর্চা হয়েছিল। তারা দুজনেই অবশ্য বিষয়টিকে ভিত্তিহীন গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন।
সোমবার (১৪ আগস্ট) বিকেলে সেই গুঞ্জন অধ্যায়ের সমাপ্তি টেনে চমকপ্রদ তথ্য জানালেন ফারিণ।
নিজেই জানালেন তিনি বিয়ে করেছেন। আর পাত্র তার দীর্ঘ দিনের প্রেমিক। দীর্ঘ সাড়ে আট বছর প্রেমের পর সম্পর্ককে পূর্ণতা দিলেন তারা।
একটি ছবি পোস্ট করে ফারিণ বললেন, সাড়ে আট বছরের ভালোবাসা, বন্ধুত্ব ও একসঙ্গে পথচলার পর আমরা অবশেষে গত ১১ আগস্ট বিয়ে করেছি। যদিও এটা অনেক লম্বা সময়, তবু এখনও তুমি আমার হৃদয়কে ঠিক প্রথম দিনের মতোই আন্দোলিত করো। আমি তোমার মাঝে শান্তি খুঁজে পেয়েছি। বাইরের কোলাহল থেকে দূরে আমরা নিজেদের একটা জগত তৈরি করেছি।
ফারিণ জানান, তিনি যখন কলেজের ছাত্রী, তখনই এই প্রেমের সূচনা।
তিনি আরও জানান, কাজের চেয়ে নিজেদের সম্পর্ককেই সবসময় অগ্রাধিকার দিয়েছেন। সেই সঙ্গে সর্বদা চেষ্টা করেছেন দীর্ঘ দিনের লালিত স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে।
উচ্ছ্বাসে ভরা বার্তায় ফারিণ বললেন, আমাদের কৈশোরের ভালোবাসা অবশেষে প্রত্যাশিত পূর্ণতা পেলো। আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে, আমি একজন হাসব্যান্ড পেয়েছি। মনে হচ্ছে আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে।
১১ আগস্ট পারিবারিক আয়োজনে ছোট পরিসরে আকদ সেরেছেন ফারিণ। পাত্রের নাম শেখ রেজওয়ান। তিনি বিদেশে কর্মরত। তাই বিয়ের আনুষ্ঠানিকতা তাড়াহুড়োয় সেরেছেন। তবে আগামীতে জাঁকজমক অনুষ্ঠান করার পরিকল্পনাও রয়েছে তাদের।
২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো’ শীর্ষক একটি নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। সাবলীল অভিনয়ে অল্প সময়েই প্রশংসা অর্জন করেন এই অভিনেত্রী।
জেডএ
জেডএ