সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নায়ক-নায়িকা, বিয়ে, বিচ্ছেদ ও ব্রেকআপ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী শাহ হুমায়রা সুবহা। এ নিয়ে তিনি একটি পোস্ট দিয়েছেন। শনিবার (১২ আগস্ট) পোস্টটি দেন তিনি।
পোস্টে সুবহা লিখেছেন-
সিনেমার নায়ক-নায়িকারাই নাকি খারাপ? ওদেরকে নিয়ে নাকি দুনিয়ার নাটক হয়! কিন্তু তারপরও তো সবাই সিনেমার নায়ক-নায়িকাদের দেখতে চায় ওদের খোঁজ-খবর রাখে, ভালো মন্দ কমেন্টস করে। কিন্তু দুদিন পরপর দেখছি নাটকের ভেতরেই নাটক হচ্ছে। নাটকের নায়কের বিরুদ্ধে অভিযোগ নাটকের নায়িকার!
আবার কিছুদিন আগে দেখলাম ডিরেক্টরের বিরুদ্ধে নাটকের নায়িকার অভিযোগ। আমার সিনেমার পাশাপাশি নাটকেও অভিনয় করার ইচ্ছে। কয়েকটা একক নাটকে অভিনয় করেছিও। কিন্তু এইসব দেখে এখন আর নাটক করার কোনো ইচ্ছা নাই, কারণ ভয় পাই। দুদিন পর পর এভাবে কাদা ছোড়াছুড়ি দেখে।
সিনেমার নায়ক-নায়িকারা বিয়ে করুক আর প্রেম করুক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বিয়ে, বিচ্ছেদ ও ব্রেকআপ সাধারণ মানুষের মধ্যেও হয়, শুধু নায়ক-নায়িকাদেরই হয়, তা কিন্তু না। সাধারণ মানুষেরটা প্রকাশ পায় না আর নায়ক-নায়িকাদেরটা প্রকাশ পায়। কিন্তু সিনামাতে এটলিস্ট দুদিন পরপর এইরকম করে কেউ কারও বিরুদ্ধে অভিযোগ তোলে না। আর এরকম নাটকও হয় না ফিল্ম ডিরেক্টর, নায়ক-নায়িকা এবং অন্যান্য আর্টিস্টদের মধ্যে।
সিনেমার মানুষরা সেটের সবাইকে সম্মান করে এবং সবার সঙ্গে সবার খুব ভালো সম্পর্ক। তারা সবাই সুন্দর করে কাজ শেষ করে। আমি নতুন হিসেবে যে কয়টা মুভিতে কাজ করেছি- সেটের কাউকে বা কোনো ডিরেক্টরকে অসম্মান করে কাজ করিনি। যাই হোক এটা আমার ব্যক্তিগত মতামত, কেউ আবার কারও গায়ে মেখে নেবেন না।
জেডএ