সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
এশিয়া কাপের প্রাথমিক দলে থাকলেও মূল দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। শনিবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ঘোষণা করেন সাকিব আল হাসানকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল। মূল দলের বাইরে স্ট্যান্ডবাই তালিকাতেও রাখা হয়নি অভিজ্ঞ এই ক্রিকেটারকে। দলে রিয়াদের জায়গা না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কেফায়াত মণ্ডি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘অন্যায় হচ্ছে নতুন ট্রেন্ড।’ এর আগে মুশফিকুর রহিমকে দল থেকে বাদ দেওয়ায় ক্ষোভ জানাতে দেখা যায় মণ্ডিকে। সেবার তিনি লেখেন, ‘আমরা হাসি মুখেই বিদায় নিবো ইনশা আল্লাহ। তবে আপনাদের রিপ্লেসমেন্ট আছে তো? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন হতো।’ তবে মাহমুদউল্লাহকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা খুব যে সহজ ছিল, তা বোঝা গেল মিনহাজুলের কথায়। তার ব্যাখ্যা, টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় না থাকায় মাহমুদউল্লাহর জায়গা হয়নি। ‘মাহমুদউল্লাহকে নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এরপর টিম ম্যানেজমেন্ট আমাদের একটা পরিকল্পনা দিয়েছে। সামনে কোন দেশের সঙ্গে কীভাবে খেলা হবে এসব নিয়ে। ম্যানেজমেন্টের সঙ্গে এবং অধিনায়কের সঙ্গে কথা বলা হয়েছে, তারপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ মাহমুদউল্লাহ সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন মার্চে ইংল্যান্ডের বিপক্ষে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩১, ৩২ ও ৮ রানের পর ওয়ানডে দলের জায়গা যে নড়ে গেয়েছিল তা অনেকটাই স্পষ্ট ছিল।
এমআর/