সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক জানিয়েছেন, মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সঙ্গে খাঁচার মধ্যে তার প্রস্তাবিত লড়াই এক্সে সরাসরি সম্প্রচার করা হবে।
রোববার (৬ জুলাই) এক টুইটে তিনি এ কথা জানিয়েছেন।
ইলন মাস্ক বলেন, এক্সে জাক এবং মাস্কের লড়াই সরাসরি সম্প্রচারিত হবে। যে অর্থ উঠবে, সেটা প্রবীণদের দাতব্য সংস্থায় যাবে।
এর আগে আরেকটি পোস্টে মাস্ক জানিয়েছেন, তিনি সারা দিন ভারোত্তোলন করছেন, লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
গত জুনে মাস্ক এক টুইটে প্রথমে জাকারবার্গের সঙ্গে লড়াইয়ের প্রস্তাব দেন। ফেসবুকে জাকারবার্গও জবাব দেন, তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত। কোথায় লড়াই হবে সেই জায়গার নামও পাঠিয়ে দিতে বলেন ফেসবুকের প্রধান নির্বাহী।
এর জবাবে মাস্ক লিখেন, লাস ভেগাসে হবে এবং সেই লড়াই হবে খাঁচার মধ্যে।
বিষয়টি নিয়ে ওই সময় থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হইচই চলছে।
জেডএ