দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের আন্দোলনে পুলিশি হামলার কঠোর সমালোচনা করেছেন দেশের আলোচিত ইসলামিক বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
রোববার (২৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
শায়খ আহমাদুল্লাহ তার ফেসবুক পোস্টে “ভাত দেবার মুরোদ নেই, কিল দেবার গোসাই” এভাবে মাদরাসা শিক্ষকদের বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন। যেখানে দীর্ঘ ৪০ বছর ধরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের অবস্থার কোনো উন্নতি হয়নি।
তিনি ফেসবুকে আরও লিখেছেন, সরকার বিভিন্ন সিলেবাস, কারিকুলাম ও নীতিমালা চাপিয়ে দিলেও মাদরাসা শিক্ষকদের ন্যূনতম জীবনধারণের মতো বেতন প্রদান করছে না।
এছাড়া শায়খ আহমাদুল্লাহ যোগ করেন, যখন সম্মানিত শিক্ষকরা অভাব-অনটনের মুখে নিজের মানবিক দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে বাধ্য হন, তখন তা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই শিক্ষকদের প্রতি সুবিচার করা, জাতির ৪০ বছরের ভুল শুধরে নেওয়া। আশা করি, সরকার সুবেবচনার পরিচয় দেবে।
তার এই স্ট্যাটাসটি সোশ্যাল মিডিয়া ব্যাপক ভাইরাল হয়।
উল্লেখ্য, চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন ইবতেদায়ি স্বতন্ত্র মাদরাসার শিক্ষকরা। এ অবস্থায় রোববার (২৬ জানুয়ারি) তাদের ওপর পুলিশি হামলার ঘটনা ঘটে।
আরএ