সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কোটা সংস্কার আন্দোলন ঘিরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিছিল-সমাবেশ করে গ্রেপ্তার হয়েছেন অনেক প্রবাসী। এসব প্রবাসীর মুক্তির আহ্বান জানিয়েছেন ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ।
শুক্রবার (৯ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ আহ্বান জানিয়ে তিনি একটি স্ট্যাটাস দেন।
যেখানে তিনি লেখেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনেক প্রবাসী বাংলাদেশি বৈষম্য-বিরোধী আন্দোলনের প্রতি একাত্মতা ও সমর্থন প্রকাশের জন্য মিছিল-সমাবেশ করে গ্রেপ্তার হয়েছেন। সেসব দেশে যে মিছিল-সমাবেশ নিষিদ্ধ, তা হয়ত তারা জানতেন না অথবা বিবেকের তাড়নায় ও আবেগের বশবর্তী হয়ে এ কাজ করে বিপদে পড়েছেন।
শায়খ আহমাদুল্লাহ আরও লেখেন, নতুন সরকারের উচিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের মুক্ত করার ব্যবস্থা করা; প্রয়োজনে দেশে ফিরিয়ে আনা। আশা করি, তারা প্রবাসী ভাইদের মুক্ত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করবেন।
তার এই পোস্টে হাজারো ভক্তরা সহমত পোষণ করেন। একই সঙ্গে অনেকেই আবার বলেন, আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকারে থাকতেন তাহলে ভালো হতো।
মো. আব্দুল আহাদ নামে একজন লিখেছেন, সঠিক লিখেছেন হযরত। মেহেদেী হাসান লাবিব নামে একজন লিখেছেন, সময়োপযোগী পোস্ট।
মো. আলাউদ্দিন নামে একজন লিখেছেন, আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রিয় শাইখ বিষয়টি তুলে ধরার জন্য।
উল্লেখ্য, শায়খ আহমাদুল্লাহ একজন বিশিষ্ট ইসলামি স্কলার। দেশ ও বিদেশে তার বেশ সুখ্যাতি রয়েছে। তিনি সব পেশার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত।
আরএ