সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সংলাপে যোগ দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ শুরু হয়।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, এ বৈঠকের উদ্দেশ্য হলো দেশের চলমান ইস্যুগুলোর বিষয়ে আলোচনা করা। এর আগে, গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং গতকাল রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে জাতীয় ঐক্যের ডাক দেন। তিনি বলেন, যারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে অগ্রাহ্য করেছেন, তারা এ আন্দোলনকে মুছে দিতে চায়। তারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় তিনি সবাইকে একযোগে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
অ