সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে ছাত্ররা। মতপার্থক্য থাকা সত্ত্বেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মিলনায়তনে জেলা গণসংহতি আন্দোলন আয়োজিত ‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক গণসংলাপে তিনি একথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, কেউ খাবে তো কেউ খাবে না এমন নীতি আর বাংলাদেশে চলবে না। সমস্ত রাষ্ট্র যন্ত্র কাজে লাগিয়ে সচিবালয়ে আগুনের ঘটনা তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। সরকার গত চার মাসেও দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারেনি। রাজনৈতিক দলগুলোকে ছাত্রদের চিন্তা চেতনাকে উপলব্ধি করতে হবে।
রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষে গণসংলাপে বক্তব্য দেন- নির্বাহী সমন্বয়ককারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ রুমী,ভাষানী অনুসারী পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহের হোসেন, বাবুল, সম্পাদকমন্ডলী সদস্য বাচ্চু ভুইয়া, ডা. মোসলেহ উদ্দিন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এনায়েত মজুমদার প্রমুখ।
এসময় গণসংলাপে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে মুক্ত আলোচনায় অংশ নেন।
আরএ