সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আজ (মঙ্গলবার) ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীন বাংলাদেশ ৫৪ বছরে পা দিলো। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের সংগ্রামী বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে। এদিন সরকারি ছুটি। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দেন।
এছাড়া এদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানান। সেইসঙ্গে অনেকেই স্বাধীন দেশের মর্যাদা অক্ষুণ্ন রাখতে সরকারের প্রতি অনুরোধ করেন।
সালাউদ্দিন মোল্লা নামে একজন ফেসবুকে লিখেছেন, এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না। না, না, না, শোধ হবে না। সবাইকে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের শুভেচ্ছা।
সিনিয়র সাংবাদিক আকতার হোসাইন ফেসবুকে লিখেছেন, শ্রমজীবী মানুষকে স্বাধীনতা দিবসে অন্তহীন শুভেচ্ছা। যাদের রক্তে বিজয় এসেছে, তারাই আজ সবচেয়ে বেশি শোষিত। শ্রমশোষক নিপাত যাক।
হুমায়ূন কবির নামে একজন ফেসবুকে লিখেছেন, মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। শোষকেরা নিপাত যাক।
আয়েশা আফরিন ইভা নামে একজন লিখেছেন, একটি স্বতন্ত্র রাষ্ট্রের মর্যাদার জন্য ছিল স্বাধীনতার লড়াই। একটি জাতির মাথা তুলে দাঁড়াবার জন্য স্বাধীনতার ডাক ছিল অনিবার্য। আজ স্বাধীনতার সোনালি সূর্যের আলোয় বিশ্বে আমরা গর্বিত এক জাতি।
শাহ আলম বাবু নামে একজন লিখেছেন, স্মরণ করি সেই সব বীরদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি, আমাদের স্বাধীনতা। সকলকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা।
নূরে আলম সিদ্দিকী নামে একজন লিখেছেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। যারা সমবন্টন ব্যবস্থা এবং বৈষম্যের বিপক্ষে গিয়ে যুদ্ধ করে নিজের জীবন বিলিয়ে দিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছেন, তাদের জন্য আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাত দান করেন আমিন।
আবদুর রাজ্জাক নামে একজন লিখেছেন, সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
আরএ