সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বলিউড অভিনেত্রী শাবানা আজমি সেজে তার পরিচিতজনদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। মেসেজ পাঠাচ্ছেন এক প্রতারক। কিছুদিন আগে এমনই তথ্য দেন এক টুইটার ব্যবহারকারী।
এমন বিষয়টি নজরে এসেছে এ অভিনেত্রীর।
ঘটনার পরপরই তার আইনজীবী অভিনেত্রীর নাম ভাঙিয়ে ফিশিংয়ের নোটিশ জারি করেছেন। শুধু তাই নয়, এ অভিযোগ নিয়ে মুম্বাই পুলিশের শরণাপন্ন হয়েছেন শাবানা।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত-অনুরাগী ও বন্ধুবান্ধবদের সচেতন করে একটি পোস্টও করেছেন তিনি।
সেখানে তিনি লেখেন, আমার একাধিক কলিগ এবং বন্ধুকে আমার নাম করে মেসেজ পাঠানো হচ্ছে। এটা একটা ফিশিং অ্যাটেমপ্ট ছাড়া আর কিছুই নয়। যারা যারা এই মেসেজের উত্তর দিচ্ছেন, তাদের অ্যাপ স্টোর থেকে মেসেঞ্জারের জন্য কেনাকাটা করতে বলা হচ্ছে।
শাবানা আজমির টিমের পক্ষ থেকে থেকে বলা হয়, শাবানাজির নাম করে কোনো কল বা মেসেজ এলে প্লিজ ধরবেন না। এটা সাইবার ক্রাইমের বিষয়। আমরা পুলিশের কাছে যাচ্ছি। পাশাপাশি যে নম্বরগুলো থেকে মেসেজ যাচ্ছে সে রকম দুটি নম্বর প্রকাশ করা হয়েছে।
সম্প্রতি রকি অউর রানি কি প্রেম কাহানি সিনেমা আলিয়া ভাটের দাদির চরিত্রে দেখা যায় শাবানাকে। এছাড়াও সদ্য মুক্তিপ্রাপ্ত ঘুমর সিনেমায়ও রয়েছেন তিনি।
জেডএ