সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
এখন থেকে ভিসা ছাড়াই ওমরাহ হ্বজ পালন করা যাবে বলে জানিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। তিনি আরও বলেন, সৌদি জাতীয় মালিকানাধীন বিমানে গেলে ওমরাহ যাত্রীদের অনঅ্যারাইভাল প্রবেশের সুযোগ দেওয়া হবে।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে সৌদি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান রাষ্ট্রদূত।
তিনি বলেন, আগামী বছরে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফর করবেন।
প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ঐ সফরে দুদেশের মধ্যকার সব সমস্যার সমাধান দূর হয়ে যাবে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।
অভিবাসী কর্মীদের ভিসা ফি নেওয়া হয়না জানিয়ে রাষ্ট্রদূত আরও বলেন,স্মার্ট কার্ড আগে দিলে ৯০ শতাংশ সমস্যার সমাধান হবে।
এফএইচ