সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দক্ষিণ আফ্রিকার উমাডাঙ্গা শহরে সন্ত্রাসীদের গুলিতে মাজেদুল হাসান লাকী (৪৮) নামে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন মাজেদুলের স্ত্রীর বড় ভাই মফিজ হোসেন মজু। এর আগে সোমবার (৭ আগস্ট) রাত (বাংলাদেশি সময়) সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মাজেদুল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুর এলাকার আব্দুল লতিফ মেম্বারের ছেলে।
মফিজ হোসেন মজু বলেন, মাজেদুল ২০০৭ সালে সাউথ আফ্রিকায় জীবিকার তাগিদে পাড়ি জমান। সেখানেই স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছিলেন। সোমবার বাংলাদেশি সময় রাত সাড়ে ৮টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি গাড়ি যোগে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করেন। এ সময় লাকী ঘটনাস্থলেই নিহত হন। এ খবর তার গ্রামের বাড়িতে ছড়িয়ে পড়লে পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মজু আরও জানান, নিহত মাজেদুল হাসানের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
জেডএ