সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সারাবিশ্বের মেয়রদের নিয়ে শুরু হলো তিনদিনব্যাপী ওয়ার্ল্ড সিটিজ সামিট ২০২৪। রোববার (২ মে) সকালে সিঙ্গাপুরে সানটেক কনভেনশন অ্যান্ন্ড এক্সিবিশন সেন্টারে এই সামিটের উদ্ধোধন অনুষ্ঠিত হয়।
উদ্ধোধনী সভায় তুলে ধরা হয় উন্নত দেশের বিভিন্ন শহর। সিঙ্গাপুরের জাতীয় উন্নয়ন মন্ত্রী ডেসমন্ড লি-এর সভাপতিত্বে মেয়রদের এই ফোরামে পৃথিবীকে আরো বাসযোগ্য করার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য উঠে আসে।
এ সম্মেলনে অংশগ্রহণ করেন বাংলাদেশসহ বিশ্বের ৯৪ দেশের মেয়র। সভায় জনগণকে সম্পৃক্ত করে কিভাবে অংশগ্রহণমূলক উন্নয়নের মাধ্যমে সিটি গভর্ণমেন্টের কাজ পরিচালনা করা যায় তা নিয়ে আলোচনা হয়। পৃথিবীকে আরো বাসযোগ্য করার জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিভিন্ন দেশ থেকে আসা মেয়ররা।
বাংলাদেশ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুনও এতে অংশগ্রহণ করেন।
এসময় ঢাকা দক্ষিণ সিটি মেয়র বলেন, অপরিকল্পিত শহরকে পরিকল্পিত হিসেবে গড়ে তুলতে এই সামিটের গুরুত্ব অনেক।
গাজীপুর সিটি করপোরেশন উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, এই সামিটের মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা নিয়ে গাজীপুরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলবেন।
সামিটে অংশ নেওয়া বন্দর নগরীর মেয়র রেজাউল করিম জানান নতুন করে সিটি করপোরেশনকে আঁকতে শুরু করবেন তিনি।
২০২৫ সালে ভিয়েনাতে মেয়র সম্মেলন অনুষ্ঠিত হবে। যা সম্মেলনের প্রথম দিনে নির্ধারণ করা হয়।
এফএইচ