সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ১৫ আগস্টের ঘটনা কারবালার ইতিহাসের মতোই নির্মম ও ভয়ংকর।
রোববার (১৩ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সব শহীদদের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শামস পরশ বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, এ দেশের স্বাধীনতাকামী মানুষের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য তারা কিন্তু আজও সোচ্চার। জননেত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্যোন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন, সেই কাজে ব্যাঘাত ঘটানোর জন্য তারা সোচ্চার। ৭৫-এর খুনিরা চায় না ভবিষ্যৎ প্রজন্ম বাঙালি হিসেবে আত্ম-মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হোক।
শেখ ফজলে শামস পরশ বলেন, বঙ্গবন্ধু পরিবারকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা ছিল ১৫ আগস্ট। সেই কারবালার ইতিহাসের মতো ভয়ংকর দৃশ্য, নির্মম এই ইতিহাস। পরিবারের এতগুলো সদস্যদের মেরে ফেলার পরও বাংলার অগণিত মানুষ আর আওয়ামী লীগের নেতাকর্মীদের সমর্থন ভালবাসার কারণে ধীরে ধীরে শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার উঠে দাঁড়াতে পেরেছি, ঘুরে দাঁড়াতে পেরেছি।
যুবলীগ চেয়ারম্যান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী যুবলীগ এমন একটি সংগঠন এদের ত্যাগ-তিতিক্ষা এবং ভালোবাসা না থাকলে শেখ হাসিনা বা আমরা কোনো সান্ত্বনা পেতাম না। আমাদের সান্ত্বনা এ দেশের জনগণের ভালোবাসা এবং সমর্থন। বঙ্গবন্ধুর সারাজীবনের সংগ্রাম এ দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, সেই চেষ্টা, সেই সংগ্রামই শেখ হাসিনা চালিয়ে যাচ্ছেন এবং আজীবন চালিয়ে যাবেন।
তিনি আরও বলেন, আপনারা গত ৪৮ বছর আওয়ামী লীগের ওপর এবং জননেত্রী শেখ হাসিনার ওপর আস্থা রেখেছেন, সেই আস্থা আপনারা দয়া করে রাখবেন। বঙ্গবন্ধুকন্যা তার বাবা-মাসহ ছোট ভাইদেরও হারিয়েছেন, তারপরেও তিনি শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে চলেছেন।
আগামী নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমেই আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে এবং সেই নির্বাচনে জয়ের মাধ্যমেই আমরা ১৫ আগস্টের খুনিদের জবাব দেব বলেও জানান তিনি।
জেডএ