সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিতে নিজ এলাকা টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গুলিপেঁচায় যাচ্ছেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে (২) তিনি বন্দি অবস্থায় রয়েছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি তিনি।
পিন্টুর আগমন উপলক্ষ্যে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতাকর্মী তাকে দেখার জন্য তার বাড়িতে ভিড় করছেন। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে সেখানে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে পিন্টুর মা মোছা. সালমা খাতুন (৯৫) রাজধানীর বাড্ডা এলাকায় এএনজেড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান। আজ নিজ বাড়িতে জানাজা শেষে তার দাফন হবে।
প্রসঙ্গত, আব্দুস সালাম পিন্টুর ছোটভাই যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
জেডএ