দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আন্দালিব রহমান পার্থ বলেছেন, আমেরিকার ভিসানীতি, স্যাংশনের ভয়েই আজকে গয়েশ্বর রায়কে খাওয়া-দাওয়া দেওয়া হয় ডিবি অফিসে।
‘কোন পথে রাজনীতি’ এমন শিরোনামে সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে টকশোর আয়োজন করা হয়। সেখানে তিনি এ কথা বলেছেন।
মার্কিন স্যাংশন ও ভিসানীতি কতটা প্রভাব পড়তে পারে, এ বিষয়ে জানতে চাওয়া হলে পার্থ বলেন, বর্তমানে বাংলাদেশের পলিটিক্যাল অবস্থা ডেডলকে চলে গেছে। অনেকেই বলেন, আমেরিকার উত্তাপ পৃথিবীতে কমছে। আমার প্রশ্ন— আমরা কি এটা সহ্য করতে পারব? আমরা কি এ অবস্থানে দাঁড়াতে পেরেছি। এটা পারতে পারে চীন, রাশিয়াসহ শক্তিধর দেশগুলো।
পার্থ বলেন, একটা কথা মনে রাখতে হবে, হাতি যতই বসে থাকুক, খরগোশের চেয়ে বড় দেখাবে। এটিই বাস্তব। আমরা কি পারব ভারতের মতো, রুমানিয়ার মতো, জার্মানির মতো, ইউরোপের বেলজিয়ামের মতো আমেরিকার সঙ্গে টেক্কা দিয়ে কথা বলতে? আমরা পারব না, এটিই সত্যি কথা। আমেরিকা আমাদের কাছে অনেক সমীহের। আমাদের এটা মাথায় রাখতে হবে। আমেরিকা স্যাংশন দেওয়ার পরে র্যাবের কিলিং বন্ধ হয়ে গেছে।
এ রাজনীতিক আরও বলেন, আমেরিকা যখন আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল, তখন বাংলাদেশের মানুষ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ছিল। বর্তমানে আমেরিকার জনপ্রিয়তা বাংলাদেশে বেড়েছে। মানুষ দেখছে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে বিএনপি আন্দোলন করে পারবে না। আমেরিকার ভিসানীতি, স্যাংশনের ভয়েই আজকে গয়েশ্বর রায়কে খাওয়া-দাওয়া দেয় ডিবি অফিসে।
শুধু তাই নয়, আজকে হিরো আলমকে পেটানোর পর ত্বরিতগতিতে ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এটা কার ভয়ে? বুঝতে আর বাকি থাকে না। নিশ্চয়ই আমেরিকার ভয়ে। এগুলো মানুষ দেখছে এবং খুশি হচ্ছে।
প্রসঙ্গত, আন্দালিব রহমান পার্থ একজন তরুণ প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতির দায়িত্ব পালন করছেন। ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্যও ছিলেন। দেশের রাজনীতির যে কোনো ইস্যুতে সবসময় সরব তিনি।
জেডএ