সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
রোববার (৫ জানুয়ারি) ফারুকের ওপর হামলার প্রতিবাদ ও গ্রেপ্তারের দাবিতে শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান। বিক্ষোভ শেষে তার নেতৃত্বে একটি মিছিল শাহবাগ থানার দিকে যায়।
সমাবেশে নুর বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের যদি গ্রেপ্তার করা না হয়, তবে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে। বারবার সারজিসের নাম আসছে, এই হামলার নেপথ্যে। আশা করি সে তার অবস্থান ক্লিয়ার করবে। এই হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্রও থাকতে পারে।
একই দাবি জানানোর পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করারও দাবি তোলেন।
এ সময় তিনি উপদেষ্টা পরিষদের সমালোচনা করে বলেন, প্রধান উপদেষ্টাকে বলতে চাই, যেসব উপদেষ্টা জনগণের পালস বোঝে না, তাদের বাদ দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করুন। ফারুকের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করবো। তার অপসারণের আন্দোলন করব।
সমাবেশ থেকে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা না হলে জনতার হাতে বিচার হবে বলে হুঁশিয়ার করেন শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান। তিনি বলেন, আমরা জানতে পেরেছি যারা হামলা করেছে, তাদের মূল শক্তি সারজিস আলম। আজ তারা প্রকাশ্যে সংবাদ সম্মেলনও করেছে। আজকের মধ্যে যদি হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তবে জনতার হাতে তাদের বিচার হবে।
এফএইচ/