সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজনৈতিক দল হিসেবে জামায়াতের ওপর যা করা হয়েছে, তা আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেওয়ার কথা জানালেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিজয় সরণির একটি রেস্টুরেন্টে ঢাকা মহানগর উত্তর শাখা জামায়াতে ইসলামী আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, ‘দল হিসেবে আমাদের ওপর যা করা হয়েছে, তাকে জুলুম হিসেবে বলতেও আমার কষ্ট লাগে। আমাদের ওপর যা করা হয়েছে আমরা আল্লাহর ওয়াস্তে তা ক্ষমা করে দিলাম। দল হিসেবে আমরা কোনো প্রতিশোধ নেব না। তবে আমরা বলেছি, কোনো ভিক্টিম কিংবা ভিক্টিমের পরিবার যদি তাদের বিরুদ্ধে হওয়া সুনির্দিষ্ট অপরাধের বিচার চায়, আমরা তাদেরও সহযোগিতা করবো। এটা আমাদের দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করবো যারাই রাজনীতি করবো, তাদের যেন আল্লাহ রাজকীয় মন দেন। তারা যেন জটিল ও সংকীর্ণমনা না হন। যেন একচোখা না হন। তারা যেন তোষামোদকারীদের পাল্লায় পড়ে জনগণকে ভুলে না যান। তারা যেন জনগণের খাদেম হন, জনগণের মালিক না হন। এই মানসিকতা নিয়ে যেন সবাই রাজনীতিতে এগিয়ে আসেন। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে, যার যার আদর্শ মেলে ধরবে, জনগণ এখান থেকে পছন্দ করবে। পছন্দ করবে, গ্রহণ করবে। কারও ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না।’
ক্ষমা করে দেওয়ার প্রসঙ্গ তুলে জামায়াতের আমির বলেন, ‘অনেকে বলছেন আপনারা মাফ করে দিচ্ছেন কেন। তাহলে তো যারা ক্ষতিগ্রস্ত তারা তাদের পাওনাটা পেল না। তাদের কাছে আমার প্রশ্ন আপনারা কী চান? আপনারা ধ্বংস চান নাকি সংশোধন চান? যদি ধ্বংস চান তবে তাদের যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যান। আর যদি তার সংশোধন চান এবং সংশোধিত হাত হিসেবে তিনিও সমাজে কোনো অবদান রাখুন তা চান, তাহলে তাকে সংশোধনের জন্য জায়গা তৈরি করে দিতে হবে, ওই জায়গায় হিংসার কোনো জায়গা নাই। তবে যদি বড় কোনো সুনির্দিষ্ট অপরাধের কারণে কোনো দল, সংস্থা বা সংগঠনের কোনো কিছু পাওনা হয়, সেটাও সে পাবে, কিন্তু সেটা আইন হাতে তুলে নয়, আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে।’
অ