সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কোনো অভিযোগ ছাড়াই সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করে গোটা দেশকে কারাগারে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, আওয়ামী সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা গ্রেপ্তার-নির্যাতন চালিয়ে প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়।
শুক্রবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, বিনা অভিযোগে জামায়াতে ইসলামীর শাহবাগ থানার আমীর আহসান হাবিবকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাদা পোশাকের পুলিশ তুলে নিয়ে গেছে। শুধু সন্দেহ থেকে অভিযান চালিয়ে পুলিশ পল্টন থেকে একজন এবং ৫ অক্টোবর মিছিল শেষে ফেরার পথে বংশাল থেকে পাঁচজন ও মিছিল পরবর্তী সময়ে কদমতলী থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে। পরওয়ানা ছাড়াই সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে।
তিনি বলেন, গত ৫ অক্টোবর কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে রাজধানীতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করা হয়। পুলিশ এই কর্মসূচিতে বিঘ্ন ঘটাতে মহানগরজুড়ে জামায়াতের নেতাকর্মীদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মস্থলে তল্লাশি চালিয়েছে। তারা লোকজনকে ভয় দেখাচ্ছে, যা অত্যন্ত অমানবিক।
বুলবুল বলেন, এই ফ্যাসিস্ট সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। দেশের জনগণ আজ জেগে উঠেছে। সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য ঢাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।
আরএ