সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার জীবন মৃত্যুর সমস্যায় বিভিন্ন আইন কানুন দেখাচ্ছে সরকার। গণবিরোধী সরকার তাকে হত্যা করতে চায়।
মির্জা ফখরুলের অভিযোগ- সব কুনৈতিক শিষ্টাচার উপেক্ষা করে মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে অপপ্রচার করে সংকট সৃষ্টি করছে সরকার। আওয়ামী লীগের কাটা ছেঁড়া করা সংবিধানের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাই সময় থাকতে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
সোমবার (২ অক্টোবর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ, কৃষক জনতার ভাত ও ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কৃষক সমাবেশের আয়োজন করা হয়। সেখানে এসব বলেন মির্জা ফখরুল।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে অংশ নেন কৃষকদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ সময় ফখরুল আরও বলেন, আইনের অপব্যাখ্যা দিয়ে গণবিরোধী সরকার খালেদা জিয়াকে হত্যা করতে চাইছে। বর্গীদের সরকার দেশ চালাচ্ছে তাদের কাটা ছেঁড়া করা সংবিধানের অধীনে।
দলের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন- খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিবেচনায় না নিয়ে সরকারের মন্ত্রীরা সরকার প্রধানের ভাষায় কথা বলছে।
জেডএ