সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বাবা-মা ও স্বজনদের আত্মার শান্তি কামনায় দোয়া করেছেন।
মঙ্গলবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে মহিলা লীগ আয়োজিত মিলাদ মাহফিলে তারা অংশ নেন।
মিলাদ মাহফিলে সংগঠনটির কেন্দ্রীয় নেত্রীদের পাশাপাশি বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। তারা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সঙ্গে মোনাজাত করেন এবং পঁচাত্তরের ১৫ আগস্টে নিহতদের জন্য দোয়া করেন।
এর আগে ভোর সাড়ে ৬টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এরপর বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর, আর সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল জাতির পিতাকে গার্ড অব অনার দেয়।
পরে সকাল ৭টায় রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
জেডএ