সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহীর নেতৃত্বে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় স্মরণকালের বড় শোকযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১১টায় এ শোকসভা অনুষ্ঠিত হয়।
সেখানে অন্তত ২০ হাজার নেতাকর্মী নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার পৌর এলাকা ছাড়াও প্রতিটি ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পরে সেখানে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এ সময় স্থানীরা জানান, এর আগে আওয়ামী লীগের কোনো নেতার নেতৃত্বে এত বড় আয়োজন হয়নি। পরে দুপুরে কলমাকান্দা পশ্চিম বাজার থেকে একটি বিশাল শোক মিছিল হয়। সেখানে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ঘণ্টাব্যাপী মোস্তাক আহমেদ রুহীর নেতেৃত্ব শোক মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- নেত্রকোনা জেলা পরিষদের সাবেক সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুল, সাবেক চেয়ারম্যান তাহেরা খাতুন, বীর মুক্তিযোদ্ধা সুব্রুত বিকাশ সরকার, বীর মুক্তিযোদ্ধা ডা. ইসমাঈল হোসেন, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান,উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিজন তালুকদার, সাবেক যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান চয়ন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউসার মিয়া, আজহারুল ইসলাম।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী বলেন, একাত্তরের ষড়যন্ত্রকারীরা ৭৫-এ জাতির পিতাকে সপরিবারে হত্যা করে দেশকে অকার্যকর করতে চেয়েছিল। কিন্তু এ দেশের মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের আওয়ামী লীগ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে ভালোবাসে। তাই তাকে পুনরায় ক্ষমতায় আনতে প্রয়োজনে জীবন দেবে।
জেবি